জগৎ জুড়ে আছে আজ কত সমস্যাগ্রস্ত ব্যক্তি,
প্রতিবন্ধী বলে সবাই জানে করেনাকো কেহ ভক্তি।
কেহ বা বাঁচে বোবা - কালা হয়ে, কেহ বা বুদ্ধি প্রতিবন্ধী,
কেহ বা বাঁচে হাত পা ছাড়া, কেহবা দৃষ্টি প্রতিবন্ধী।
সমাজের লোক প্রতিবন্ধী বলে স্বীকৃতি তাদের দিয়াছে,
তবু রাস্তায় দেখলে তাদের বিদ্রুপ করিয়া যাচ্ছে।
কখনও হাসি, কখনও ব্যঙ্গ কখনও টিটকারী মারছে,
কখনও তাদের প্রতিবন্ধী বলে অবহেলা করে যাচ্ছে।
কখনো কিভাব স্রষ্টা তোমাদের সুস্থ করে দিয়েছে,
সৃষ্টির পেছনে স্রষ্টার উদ্দেশ্য কোনোনা কোনো রয়েছে।
জগতে তোমরা সৃষ্টি হয়ে কিবা এমন কিছু করেছো?
প্রতিবন্ধী নামক সংখ্যালঘুকে অবহেলা দিয়ে মারছো।
তোমরা কি জানো প্রতিবন্ধীরা অবহেলার পাত্র নয়,
কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে তার নেই কোনো ভয়।
তোমাদের বিদ্রুপে সারাটা জীবন হাসি মুখে মেনে নেয়,
শত বাধা ঠেলে সংগ্রামে তারা বিজয় ছিনিয়ে নেয়।
প্রাচীন বলো, আধুনিক বলো মধ্য যুগ এই বা বলো,
প্রতিবন্ধী লোকে সর্বযুগেই ছিল মেধা ও প্রতিভায় শ্রেষ্ঠ।
স্টিফেন হকিং জ্বলন্ত প্রমাণ বিজ্ঞানীতে ছিল শ্রেষ্ঠ,
হেলেন কেলার প্রসিদ্ধ মুখ লেখক হিসেবে ছিল শ্রেষ্ঠ।
সুস্থ হয়েও কিবা দেখালে জগতের জন্য কিছু?
রাস্তাঘাটে তাহাদের দেখে বিদ্রুপে লাগো পিছু।
কত কানাকানি, কত হাসাহাসি ছুঁড়ে দাও সারাক্ষণ,
অভিভাবক দেখেও ব্যঙ্গ তোমার থামেনাকো কিছুক্ষণ।
লজ্জা করোনা বাস্তবে যে দেখো কতকিছু সারাক্ষণ,
প্রতিবন্ধীরা জগতটাকে আলো করেছে সমগ্র জীবন।
নাহলে দেখি কত অন্ধ বোবা ব্যবসা করে যাচ্ছে,
কত প্রতিবন্ধী জীবিকার নামে কত চাকুরী করে যাচ্ছে।
কত বা লোকে সুস্থ হয়ে দারে দারে ভিক্ষা করে যাচ্ছে,
কেহবা জোয়ান মহিলা হয়েও ভিক্ষা করে যাচ্ছে।
শিশু সন্তানকে ভিক্ষাবৃত্তিতে পাঠিয়ে তোমরা দিচ্ছ,
শিশুকে কোলে মাতা হয়ে তোমরা ভিক্ষা করেই যাচ্ছ।
প্রতিবন্ধীরা সব দুঃখ জয় করে সুখের জোয়ারে ভাসছে,
প্রতিবন্ধী হয়েও স্রষ্টাকে তারা উপলব্ধি করতে পারছে।
সকালে উঠে যখন রাস্তায় দেখি মুখে অন্ধ কালার হাসি,
শুকরিয়া নামের প্রশান্তিতে ভরে উঠুক আজ জগৎবাসী।
যাহাকে বলো প্রতিবন্ধী তোমরা তাদের কি তোমরা জানো?
তাদের ইন্দ্রিয় শান্ত থাকে, যা তোমরা অদ্ভুত বলে মানো।
তোমাকে ক্ষেপালে তুমি ক্ষেপে যাও,তারা ক্ষেপেনাকো কভু,
তারাই জগতের শ্রেষ্ঠ মানব,তুমি ছিলেনাকো কভু।
মানব হইতে শুভ মন লাগে, অঙ্গের কি আছে মূল্য,
যুগে যুগে তাই প্রমাণ করেছে নেই প্রতিবন্ধীর সমতুল্য।
ঈশ্বর তার প্রতিভা দিয়েছে তাই দেখে বিশ্ববাসী খুশি,
তোমার বিদ্রুপে কি আসে যায়, স্বয়ং ঈশ্বর তার প্রতি খুশি।