জাগো বাঙালি সমাজ জাগো
মনজুর মোরশেদ
জাগো বাঙালি সমাজ জাগো,
প্রচন্ড জেগে ওঠো বারবার।
সমাজকে কলুষ মুক্ত করো,
নির্যাতনে সমাজ পুড়ে ছারখার ।
কখনো ধর্ষণ কখনো হ*ত্যা,
ফাঁদ পেতে যত করছে প্রতারণা।
প্রহার ও যন্ত্রণায় হচ্ছে দূষিত,
ধ্যানে মগ্ন যতসব জল্পনা-কল্পনা।
চুরি ছিনতাই আর হ*ত্যা করে,
প্রভাবশালী আজ দল ভারি করে।
চোর হয়ে তারা আজ গর্ব করে,
সততার মূল্য আজ অন্ধকারে।
ঘুষ,সুদ,জেনা আর ধ*র্ষ*ণ করে,
আসক্তিতে তারা ডুবে মরে।
সৎলোক দারিদ্রতায় পুড়ে মরে,
বিত্তশালী উপহাসে মেতে উঠে।
সততার আনন্দ আজ ঋদয়ে জাগে,
শুকরিয়ার প্রশান্তি তার দেহ মন জুড়ে।
পাপ তার জীবনে স্পর্শ না করে,
সুখ তার অনুভূতিতে ছড়িয়ে পড়ে।
দিনশেষে সততার হয় যে বিজয়,
সৎ কাজে নাহি ভয় ,হও দূর্জয়।
পাপীদের এই দেশে নেই কোনো স্থান,
পরাজয়ের ধ্বংসে শেষে কেঁদে মরে।