Manzurpandulipi

ইভটিজিং

আমি মনে করি ইভ টিজিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সমাজ যে আইনি পদক্ষেপ ও সমাজের বিচার চালু আছে তা ঠিক করেছে। বহু লোক ইভ টিজিং বিরুদ্ধে পদক্ষেপটা মেনে নিতে পারেনি ও তাতে নারাজ। হয়তো তাদের মেয়ে দেখলে ইভ টিজিং করতে ইচ্ছা করে, তাই তারা নারাজ। অবশ্য মেয়েদের ও কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো তর্কে লিপ্ত হয়ে যাতে কোনো পুরুষকে যাতে ইভ টিজিং এর মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে না দিতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মিথ্যা ফাঁসিয়ে দেয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকা উচিত। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে ইভটিজিং এর ব্যবস্থা কড়াকড়ি থাকাটাই ভালো। কারণ অন্য মেয়েদের যখন টিজ করে তখন খারাপ না লাগলেও যখন নিজের মা , বোন ও বউকে যখন নিজের সামনে টিজ করে তখন রক্ত মাথায় উঠে পরে। সেক্ষেত্রে আমি বলব সেখানে শুধু মেয়েটি টিজ হলোনা , তার চেয়ে দ্বিগুণ টিজ মেয়েটির পাশে পুরুষটি হলো। যেখানে অন্য মেয়েটি টিজ হচ্ছে সে নিজেও কারো বোন,মা ও স্ত্রী। তাই ইভ টিজিং প্রতিকার থাকাই শ্রেয়।

1 thought on “ইভটিজিং”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top