শর্তাবলী (Terms & Conditions)
ওয়েবসাইট: manzurpandulipi.com
ইমেইল: morshedmanzur996@gmail.com
সর্বশেষ হালনাগাদ: [০৪/১০/২০২৫]
অনুগ্রহপূর্বক manzurpandulipi.com ব্যবহার করার আগে নিম্নলিখিত শর্তাবলী ভালোভাবে পড়ুন। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
১. ওয়েবসাইট ব্যবহারের উদ্দেশ্য —
এই ওয়েবসাইটটি মূলত লেখালেখি, সাহিত্য, সমাজসেবা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য, প্রবন্ধ, নিবন্ধ ও যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।
২. বৌদ্ধিক সম্পত্তির অধিকার (Copyright & Intellectual Property) —
ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি, নকশা, গ্রাফিক্স এবং অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের অধীনে সুরক্ষিত।
ওয়েবসাইটের মালিকের লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট আংশিক বা পূর্ণভাবে কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
লেখকের নিজস্ব লেখা শুধুমাত্র ব্যক্তিগত পাঠ ও জ্ঞানচর্চার উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
৩. ব্যবহারকারীর দায়িত্ব —
ওয়েবসাইটে কোনো আপত্তিকর, অশ্লীল, মানহানিকর বা বেআইনি মন্তব্য বা কনটেন্ট জমা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ব্যবহারকারী কর্তৃক প্রেরিত তথ্যের যথার্থতার জন্য ব্যবহারকারী নিজেই দায়ী থাকবেন।
ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী প্রতিশ্রুতি দেন যে তিনি কোনো ধরনের ক্ষতিকর সফটওয়্যার, ভাইরাস বা ক্ষতিকর লিঙ্ক প্রচার করবেন না।
৪. তৃতীয় পক্ষের লিঙ্ক —
ওয়েবসাইটে কোনো কোনো ক্ষেত্রে বাইরের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। এগুলোর কনটেন্ট বা নিরাপত্তার জন্য manzurpandulipi.com দায়ী থাকবে না।
৫. সেবার সীমাবদ্ধতা —
ওয়েবসাইট কর্তৃপক্ষ যেকোনো সময়, পূর্বঘোষণা ছাড়াই, ওয়েবসাইটের কনটেন্ট, ফিচার বা সেবা পরিবর্তন বা বন্ধ করে দিতে পারবে।
ওয়েবসাইটের মালিক কোনো প্রযুক্তিগত সমস্যা, সার্ভার ডাউন, বা অন্য কোনো কারণে সেবায় ব্যাঘাত ঘটলে দায়ী থাকবেন না।
৬. দায়-দায়িত্ব অস্বীকার (Disclaimer)–
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সর্বদা হালনাগাদ ও নির্ভুল রাখার চেষ্টা করা হলেও কোনো ভুল বা অসম্পূর্ণতার কারণে উদ্ভূত ক্ষতির জন্য manzurpandulipi.com দায়ী থাকবে না।
ওয়েবসাইটটি মূলত তথ্য ও জ্ঞান ভাগাভাগির জন্য; এটি কোনো প্রফেশনাল আইনগত, চিকিৎসা বা আর্থিক পরামর্শ প্রদান করে না।
৭. পরিবর্তন ও সংশোধন —
manzurpandulipi.com যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করতে পারবে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
৮. যোগাযোগ —
এই শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
📧 ইমেইল: morshedmanzur996@gmail.com
🌐 ওয়েবসাইট: www.manzurpandulipi.com